About the Author
শংকর লাহিড়ীর জন্ম জামশেদপুরে, ১৯৫০ সালে। শৈশব। কৈশোর কেটেছে কলকাতায়। পেশায় টাটা স্টিলের ইঞ্জিনিয়ার; সেইসূত্রে ইস্পাত কারখানার অবিশ্বাস্য পর্যায়গুলো। সারান্ডা, সিংভূম, কেওনঝর, অনেক সমুদ্র বন্দর, নদীপথ, ব্লাস্ট ফার্নেস, কয়লার খনি, লোহার খনি। ১৯৮০ সালের শুরুতে বাংলা সাহিত্যে তাঁর আত্মপ্রকাশ। কৌরব গোষ্ঠীর অন্দরমহলের অন্যতম প্রধান কবি শংকরের সাথেই শুরু হয়েছিল কৌরবের বিখ্যাত ‘কবিতার ক্যাম্প’। কর্মজীবনের বর্ণময় দীর্ঘ ৩৮ বছরের শেষে এখন অবসর জীবনে কলকাতায়। প্রকাশিত কবিতার বইগুলো ‘শরীরী কবিতা’, ‘মুখার্জী কুসুম’, ‘উত্তরমালা, বেরিয়ে এসো প্লীজ’, ‘বন্ধু রুমাল’, ‘অনন্ত ও একটি দিন’, ‘পাইন বনের গভীরে অন্ধকার’ এবং কবিতাসমগ্র ‘সমুদ্রপৃষ্ঠাগুলো’। এছাড়াও আছে গদ্য গ্রন্থ ‘মোটরহোম’, গদ্য সঙ্কলন ‘কোরাল আলোর সিল্যুয়েট’, সাক্ষাৎকার সঙ্কলন ‘কেবল পাতার শব্দে’, অনুবাদ সঙ্কলন ‘সমুদ্রদ্বীপ ও তৃণভূমির কবিতা’ এবং স্বদেশ সেন ও কৌরব নিয়ে রচিত ছবির চিত্রনাট্য ও নির্মাণকাহিনী-‘সুদূর অক্ষরে কাঁপা পথ’। ‘নীলাকাশ ও অলৌকিক ট্রেক’ নামের ৫৪০-পাতার বইটিতে ধরা আছে তাঁর শৈশব থেকে ক্রমে কবিতার সঙ্গে সম্পর্কিত হ’য়ে ওঠার অন্তরালের নানা বর্ণিল বিচ্ছুরণ। শংকর সম্পাদনা করেছেন কবি স্বদেশ সেনের কাব্যসমগ্র ‘আপেল ঘুমিয়ে আছে’। নিজের প্রায় সমস্ত বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন নিজে। ‘দা অ্যান্টনিম’ সংস্থার উদ্যোগে তাঁর কিছু গদ্য, প্রবন্ধ ও কবিতার অনুবাদ হয়েছে ইংরিজি ও স্প্যানিশ ভাষায়, যা প্রকাশিত হয়েছে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার ডিজিটাল পত্রিকায় এবং ‘লস আন্দিজ’ বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের আন্তর্জাতিক কবিতার সঙ্কলনে। এছাড়া, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত তাঁর ‘মহাকাশ, মহাবিশ্ব’ নামক ধারাবাহিক লেখাগুলো পাঠকের বিপুল প্রশংসা পেয়েছে। তাঁর রচনা, প্রযোজনা ও পরিচালনায় নির্মিত হয়েছে কবি ও কবিতা সম্পর্কিত সাতটি পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্র, যার একটি প্রদর্শিত হয়েছে ২০২৩ সালে কলম্বিয়ার ‘লস আন্দিজ’ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কবিতা উৎসবে। এছাড়াও জ্যোতির্বিজ্ঞান নিয়ে তাঁর ‘মহাকাশ, মহাবিশ্ব’ নামক লেখাগুলো পাঠকের প্রশংসা পেয়েছে
Reviews
There are no reviews yet.