About the Author
শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ ২৫ মার্চ অবিভক্ত বাংলাদেশের খুলনা শহরে। খুলনা জিলা স্কুলে তার প্রাথমিক শিক্ষা। দেশভাগের পর কলকাতায় এসে অনার্স গ্র্যাজুয়েট। শ্যামল গঙ্গোপাধ্যায় ছাত্রাবস্থায় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এবং বেলুড়ে ইস্পাত কারখানায় আড়াই বছর ইস্পাত গলানোর চাকরি করে ফের কলকাতায় শিক্ষকতা করেন বছর দেড়েক। শেষ পর্যন্ত ১৯৫৬ সালে স্নাতক পাশ করে কলকাতার দক্ষিণে সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠে শিক্ষকতার চাকরিতে যোগ দেন। তারপরই যোগ দেন ‘আনন্দবাজার পত্রিকা’-য়। সেখানে থেকে ‘যুগান্তর’-এ আসেন। ‘যুগান্তর’-এ থাকার সময়ই দায়িত্ব পান সাপ্তাহিক ‘অমৃত’ সম্পাদনার তারপর ১৯৯০ থেকে আমৃত্যু ছিলেন আজকাল’-এ। ‘বলরাম’ ছদ্মনাম নিয়ে। লিখতেন ‘আনন্দবাজার’-এর ‘ভূমিলক্ষ্মী’র পাতায়। ‘বৈকুণ্ঠ পাঠক’ নামে লিখতেন সাপ্তাহিক ‘অমৃত’-তে।
প্রথম উপন্যাস ‘বৃহন্নলা’ পরে যা ছাপা হয় ‘অর্জুনের অজ্ঞাতবাস’ নামে। মোট বই প্রায় আশিটি। সাধু কালাচাঁদ অন্যতম কিশোর উপন্যাস সমগ্র।
১৯৯৩-এ পেয়েছেন ‘সাহিত্য আকাদেমি’ পুরস্কার শাহাজাদা দারাশুকো’ উপন্যাসের জন্যে। পেয়েছেন বিভূতিভূষণ, তারাশঙ্কর, ভূয়ালকা, শিরোমণি, মতিলাল ও সর্বভারতীয় কথা পুরস্কার।
Reviews
There are no reviews yet.