About the Author
অভিজিৎ সেন ১৯৪৫ সালের ২৮ জানুয়ারি পূর্ববঙ্গের বরিশাল জেলার কেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতায় আসেন পাঁচের দশকের একেবারে শুরুতে। কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া হয়ে পুনরায় কলকাতা, এইভাবে ঘুরে ঘুরে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। অতঃপর কলকাতায় একটি জেনারেল ইন্সিওরেন্স কোম্পানিতে কর্মরত অবস্থায় অভিজিৎ বি.এ. এবং এম.এ. পাশ করেন। চাকরিসূত্রে বেশিরভাগ সময়ই পশ্চিমবঙ্গের বিভিন্ন মফস্বল শহর ও গ্রামাঞ্চলে কেটেছে অভিজিতের জীবন। জীবনের সেই বিপুল সঞ্চয়ই অভিজিতের লেখায় অমেয়- বৈচিত্র্যে উঠে এসেছে। তাঁর যাবতীয় লেখাই তাই মাটি- ছোঁয়া মানুষের জীবনের সঙ্গে লগ্ন। ১৯৯২ সালে ‘রহু চণ্ডীলের হাড়’ উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কারে ভূষিত হন।
Reviews
There are no reviews yet.